ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূলে যোগ দিলেন আরও ৩৬৬ ভোটার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
তৃণমূলে যোগ দিলেন আরও ৩৬৬ ভোটার

আগরতলা, (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে প্রায় প্রতিদিনই বাড়ছে তৃণমূল কংগ্রেসের শক্তি। অন্য দল ছেড়ে ভোটাররা এসে যোগ দিচ্ছেন তৃণমূলে।

রোববার (১০ অক্টোবর) রাজ্যের ধলাই জেলার ছামনু এবং গণ্ডাছড়া বিধানসভা এলাকার ৩৬৬ জন ভোটার তৃণমূলে যোগ দিয়েছেন।

এদিন তৃণমূল নেতা সুবল ভৌমিকের বাড়িতে অনুষ্ঠিত হয় যোগদান সভা। তিনি নিজেই নতুন ভোটারদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

সুবল ভৌমিক বলেন, দুর্গাপূজা শেষ হলে রাজ্যের আরও মানুষ তৃণমূলে যোগ দেবেন। দলকে শক্তিশালী করবেন।

রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাঙালি সনাতন সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। এই উৎসবে যাতে সমাজের সব অংশের মানুষ আনন্দ নিয়ে অংশ নিতে পারে এজন্য
সরকার থেকে প্রতিবছর নানা উদ্যোগ নেওয়া হয়। এ সময় সরকারি বিভিন্ন প্রকল্পে মানুষকে কাজের ব্যবস্থা করে দেওয়া ছাড়াও নিত্যপণ্যের মূল্য কমানো হয়, যাতে রাজ্যবাসী আনন্দে অংশ নিতে পারে। কিন্তু বর্তমান রাজ্য সরকার এ বছর সাধারণ মানুষের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। ফলে এত বড় উৎসবের মধ্যেও রাজ্যের অনেক মানুষ হতাশায় ডুবে আছেন। ২০২৩ সালে মানুষ এই সরকার থেকে মুক্তি পাবেন বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এসসিএন/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।