ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ ...

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রসেনজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কান্তি সিনহা এবং রামকৃষ্ণ বনিক নামে আরও দুই জন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে উদয়পুরের ফুলকুমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ বিশ্বাস, আহতরা হলেন কান্তি সিনহা এবং রামকৃষ্ণ বনিক।  

জানা যায়, মাল বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা অগ্নিনির্বাপক দপ্তরের অফিসে জানালে তাদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রসেনজিৎ মৃত্যুবরণ করেন। আহত দুই জনের মধ্যে কান্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে দুর্ঘটনারস্থলে যান স্থানীয় রাধাকিশোরপুর থানার পুলিশবাহিনী। দুর্ঘটনার কারণ তারা তদন্ত করে দেখছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।