ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

করোনায় গৌতম দাসের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
করোনায় গৌতম দাসের মৃত্যু

আগরতলা (ত্রিপুরা): করোনায় মারা গেলেন ত্রিপুরা রাজ্যের বামপন্থি আন্দোলনের অন্যতম এক নেতৃত্ব গৌতম দাস।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন তিনি।

সি পি আই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা সাবেক মন্ত্রী পবিত্র কর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গৌতম দাস বেশ কিছু দিন যাবৎ করোনায় আক্রান্ত ছিলেন। পরবর্তী সময় তার করোনা নেগেটিভ ফলাফল আসে। তবে পোষ্টকোভিডজনিত সমস্যা ভুগছিলেন তিনি। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ আগরতলায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে।

গৌতম দাস বর্তমানে সিপিআই(এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ বহু দলীয় সহকর্মী রেখে গিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘন্টা, সেপ্টেম্বর, ২০২১
এসসিএন/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।