ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় এলেন তৃণমূলের সাংসদ ও’ব্রায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
আগরতলায় এলেন তৃণমূলের সাংসদ ও’ব্রায়েন

আগরতলা (ত্রিপুরা): আগরতলা এলেন তৃণমূল কংগ্রেস দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিল্লি থেকে একটি ফ্লাইটে আগরতলার মহারাজ বীরবিক্রম বিমানবন্দরে নামেন তিনি।

বিমানবন্দর থেকে হোটেলে প্রবেশের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডেরেক ও’ব্রায়েন বলেন, শাসক দল বিজেপি ভয় পেয়ে গিয়েছে তাই অহেতুক হয়রানি করছে।

তৃণমূল নেতা প্রশান্ত কুমারের ভোট জরিপ সংস্থা আইপ্যাকের ২৩ সদস্যকে আগরতলার একটি হোটেলে আটকে রেখেছে সরকার, এই অভিযোগ শুনে বুধবার আগরতলা আসেন তৃণমূলের ৩ জনের প্রতিনিধি ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত ব্যানার্জি। এরপর দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের আসার কথা রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।