ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মেট্রো স্টেশন দত্তকের ভাবনা কলকাতায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
মেট্রো স্টেশন দত্তকের ভাবনা কলকাতায়

কলকাতা: গ্রাম দত্তক নিয়ে এর উন্নয়নের রেওয়াজ ভারতে আছে। এমনকি কলকাতা চিড়িয়াখানাতেও গেলে দেখা যাবে-বিভিন্ন পশু-পাখি দত্তক নিয়ে তাদের যত্ন-আত্তি করার জন্যেও বাৎসরিক খরচ দেন অনেকে।

এবার কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশনকে দত্তক দেওয়ার পরিকল্পনা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

ঘোষণাটি সরকারিভাবে না হলেও মেট্রো রেল সূত্র জানিয়েছে, কিছুদিনের মধ্যেই এ ঘোষণা দেওয়া হতে পারে। এক্ষেত্রে বেশ মোটা অংকের অর্থের বিনিময়ে স্টেশনগুলো দত্তক পাবে করপোরেট কোম্পানিগুলো।

দত্তক নেওয়ার পর সংশ্লিষ্ট কোম্পানির নামও জুড়ে যাবে মেট্রো স্টেশনগুলোর সঙ্গে।

সূত্র আরও জানায়, স্টেশনগুলোকে দত্তক দেওয়ার বিষয়ে মেট্রো রেলের কোনো আপত্তি নেই। তবে কাজ শুরুর আগে কলকতার বণিক সভাগুলোর সঙ্গে আলোচনা করবে মেট্রো রেল কর্তৃপক্ষ।

সব ঠিক থাকলে আগামী আর্থিক বছর থেকেই এ পরিকল্পনা বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে স্টেশন দত্তকের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মেট্রো রেলের নিত্য যাত্রীরা।

কেউ বলেছেন, এর ফলে যদি পরিষেবা ভালো হয়, তবে আপত্তির কিছু নেই। কিন্তু অনেকের মতে, মেট্রো স্টেশনগুলো ভারতের বিখ্যাত ব্যক্তিদের নামের সঙ্গে যুক্ত। তাই তাদের নামের আগে বা পরে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম জুড়ে দিলে তা মোটেই সুখশ্রাব্য হবে না।

তবে দত্তকের ফলে মেট্রোর আয় বাড়বে। একই সঙ্গে লোকসানের বোঝা কিছুটা লাঘব হবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।