ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় পালিত হচ্ছে উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
কলকাতায় পালিত হচ্ছে উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহানায়ক উত্তম কুমারের ৩৫তম মৃত্যু বার্ষিকী। কলকাতার টালিগঞ্জের স্টুডিওপাড়ায় শিল্পী-কলাকুশলীরা মহানায়কের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।

 

শনিবার (২৩ জুলাই) পশ্চিমবঙ্গ সরকার উত্তম কুমারের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও নানা অনুষ্ঠানের আয়োজন করে।
 
কলকাতার বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং এফএম রেডিওগুলোতে সপ্তাহ জুড়ে উত্তম কুমারকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে কলাকুশলীদের পক্ষে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় উত্তর কুমারের সাজঘরটি সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানায়কের পরিবারের সদস্যরা।

উত্তম কুমার ১৯৮০ সালের ২৪ জুলাই ‘ওগো বধূ সুন্দরী’ চলচিত্রে অভিনয়ের সময় মৃত্যু বরণ করেন। ‘দৃষ্টিদান’ তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। এছাড়াও তিনি অগ্নিপরীক্ষা, বসু পরিবার, সাড়ে চুয়াত্তর, হারান সুর প্রভৃতি বিখ্যাত ছবিতে অভিনয়ের মাধ্যমে বাঙালির মহানায়কে পরিণত হয়েছেন।

তিনি অস্কার জয়ী চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবিতেও অভিনয় করেছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
ভিএস/জিসিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।