ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আদিবাসীদের বিপিএল তালিকাভুক্ত করার ঘোষণা দিলেন মমতা

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১
আদিবাসীদের বিপিএল তালিকাভুক্ত করার ঘোষণা দিলেন মমতা

কলকাতা: জঙ্গলমহল সফরের দ্বিতীয় দিনে বুধবার বাকুঁড়ার সারেঙ্গার সমাবেশে খাদ্য সমস্যা মেটাতে আদিবাসী পরিবারগুলোকে বিপিএল তালিকাভূক্ত করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন তিনি বলেন, ‘আমি জানি জঙ্গলমহলের একটি প্রধান সমস্যা খাদ্য।

সাবেক বামফ্রন্ট সরকারের আমলে প্রায় সব আদিবাসীরাই অভুক্ত থেকেছেন। তাই তাড়াতাড়ি সমস্যা মেটানোর জন্য জঙ্গলমহলের প্রতিটি পরিবারকে বিপিএল তালিকাভুক্ত করা হবে। ’

এদিনের সমাবেশে মুখ্যমন্ত্রী সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তবেই জঙ্গলমহলের সার্বিক উন্নয়ন সম্ভব। শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন করা হবে। ’

সাবেক বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘রাজ্যসরকারের কোষাগার এই মুহূর্তে প্রায় শূণ্য। আপনারা আমাদের সময় দিন। আমরা কাজ করে দেখিয়ে দেব। ’

তিনি বলেন, ‘প্রয়োজনে এমপি তহবিল থেকে অর্থ ব্যয় করে জঙ্গলমহলের উন্নয়ন করা হবে। ’

বাঁকুড়ার ৪৮টি মাধ্যমিক স্কুলকে উচ্চমাধ্যমিকে স্তরে উন্নত করার কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেশিয়াডি, বিনপুর, কোতলপুর ও ইন্দাসে মেয়েদের স্কুল এবং সিমলাপালে উচ্চ মাদ্রাসা ও পুরুলিয়া শহরে কো-এড কলেজ তৈরির কথা বলেন। জানিয়ে দেন, এবার থেকে সাওঁতালি ভাষাতে পড়ানো হবে সব স্কুলে।

এদিন ছাত্র-ছাত্রীদের থাকার জন্য হোস্টেল তৈরিরও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, স্বাস্থ্য পরিসেবার সঙ্গে যুক্ত সব চিকিৎসকের বাসভবনের ব্যবস্থা করা হবে। সারেঙ্গা হাসপাতালে হবে ব্লাড ব্যাঙ্ক।

সমাবেশে মুখ্যমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়, রাজ্যের জনস্বাস্থ্য কারিগরীমন্ত্রী সুব্রত মুখার্জি, সুকুমার হাঁসদা, শ্যামপদ মুখার্জি, মুখ্যসচিব সমর ঘোষ, স্বরাষ্ট্রসচিব জ্ঞানদত্ত গৌতম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।