ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কবিগুরুর জন্মের দেড়শ বছর: পশ্চিমবঙ্গে নন্দনে ‘রবীন্দ্র বইমেলা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

কলকাতা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশততম বর্ষ উপলক্ষে বইমেলার উদ্যোগে নিল রাজ্য সরকার। এই বইমেলার আয়োজন করা হয়েছে নন্দন চত্বরে।



রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২৯ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত এই মেলা চলবে।

তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি সরকারিভাবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী দুই-একদিনের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে এই অনুষ্ঠানে সূচী ঘোষণা করা হবে।

সম্ভবত এই বইমেলার উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবী ও মমতা ব্যানার্জি।

এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার রবীন্দ্রসদন সংলগ্ন নন্দন চত্বরে রবীন্দ্র বইমেলার আয়োজন করা হচ্ছে।

ভারতীয় সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।