ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের উত্তরাংশে ভূমিকম্প, হতাহতের খবর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
পশ্চিমবঙ্গের উত্তরাংশে ভূমিকম্প, হতাহতের খবর নেই

কলকাতা: পশ্চিমবঙ্গের উত্তর দিকের জেলাগুলোতে মৃদু ভূ-কম্পনের খবর পাওয়া গেছে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় মঙ্গলবার (৫ এপ্রিল) ভারতীয় সময় দুপুর ১ টার পর এই ভূকম্পন অনুভূত হয়।

কম্পনের পরিমাপ ছিলো রিখটার স্কেলে ৫।

 

ভূকম্পন অনুভূত হবার পরপরই সাধারণ মানুষ বাড়ি থেকে বেড়িয়ে পড়ে। কাজের দিন হওয়ায় বিভিন্ন অফিস থেকে মানুষ নীচে নেমে আসে। গত এক বছরে এ এলাকায় ২৮টি ছোটবড় ভূমিকম্প অনুভূত হয়েছে।

এখন পর্যন্ত পাওয়া খবরে কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির আশঙ্কা নেই বলে জানা যাচ্ছে। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের উত্তর অংশের জেলাগুলোতে ভূকম্পনের ঘটনা ঘটেছিল। অল্প সময়ে মধ্যে পরপর দুইবার এ ঘটনা ঘটায় অঞ্চলগুলোতে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৬
ভি.এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।