ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতেও থাকছে না ২৫ পয়সার কয়েন

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, জুন ৩০, ২০১১

কলকাতা: বৃহস্পতিবার থেকে ভারতের বাজারে আর পাওয়া যাবে না চার আনা বা ২৫ পয়সার মুদ্রা। বুধবারই বাজারে ছিল তার শেষ দিন।

ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রির্জাভ ব্যাঙ্ক ২৫ পয়সার সব মুদ্রাকে বাজার থেকে তুলে নিয়েছে। সরকারি নির্দেশে টাকশালগুলিও আর বানাবে না এই মুদ্রাটি।

অথচ বুধবার অনেকই তা জানতেন, আবার অনেকই তা জানতেন না। ফলে তা নিয়ে সারাদিন চলল সমস্যা। বাজারের কোথাও কোথাও কেনাবেচার সময় ২৫ পয়সা দেওয়া ও নেওয়া নিয়ে বিবাদে জড়িয়ে পড়লেন ক্রেতা-বিক্রেতারা।

উল্লেখ্য, ভারতের স্বাধীনতার আগে ২৫ পয়সার মুদ্রায় থাকতো ব্রিটিশ সরকারের সিলমোহর। ১৯৫৭ সালে পুরোপুরি ভারতীয় হয়ে যায় চার আনা। তখন থেকেই তার গায়ে থাকত ভারতের অশোক স্তম্ভের সিলমোহর। বাজার দরের দিক থেকেও প্রথম সারিতে ছিল ২৫ পয়সা।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, জুন ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।