ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভাষা শহীদদের স্মরণে কলকাতায় স্মারক প্রতিষ্ঠা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ভাষা শহীদদের স্মরণে কলকাতায় স্মারক প্রতিষ্ঠা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কলকাতায় উন্মোচিত হয়েছে স্থায়ী ভাষা শহীদ স্মারক।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) কলকাতার বিড়লা তারামণ্ডলের উল্টো দিকে ২১শে উদ্যানে এ স্মারকের উন্মোচন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়সহ বিশিষ্ট ব্যক্তিরা।
 
এর আগে কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষা আন্দোলনের শহীদদের সম্মানে একটি স্মারক নির্মিত হয়েছিল।

কলকাতার ঠিক কেন্দ্রে ২১ ফেব্রুয়ারির প্রাক্কালে আবারও স্মারক নির্মাণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানালো পশ্চিমবঙ্গ সরকার।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ভিএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।