ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় রাবার বিষয়ক কর্মশালা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আগরতলায় রাবার বিষয়ক কর্মশালা

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় রাবার উৎপাদন ও এর ব্যবহার বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) আগরতলার প্রজ্ঞা ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



ভারত সরকারের রাবার বোর্ড ও ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর  যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন, ভারত সরকারের আইএল অ্যান্ড এফএসসিডিআই এর চিফ অপারেটিং অফিসার ড. এ কে কৃষ্ণ কুমার, ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু, শিল্প ও বাণিজ্য দপ্তরের পরিচালক ভি জে জেনার প্রমুখ।

কর্মশালায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা রাবার চাষি ও রাবার ব্যবসায়ীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।