ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে রাজ্যসভার ৬ আসনে নির্বাচন ২২ জুলাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুন ২১, ২০১১

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যসভার জন্য নির্দিষ্ট ৬টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ জুলাই।

৬টি আসনের মধ্যে ৫টি আসনের সময়সীমা শেষ হচ্ছে জুলাই মাসে।

অপর আসনটি সাংসদ অর্জুন সেনগুপ্তর মৃত্যুর পর শূন্য রয়েছে। । গত বছর ২৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

যে পাঁচ জন সংসদের আসনে ২২ জুলাই নির্বাচন হবে তারা হলেন বৃন্দা কারাত (সিপিএম), সীতারাম ইয়েচুরি (সিপিএম), মুহম্মদ আমিন (সিপিএম), অবনী রায় (আরএসপি) ও স্বপনসাধন বসু (তৃণমূল)।

রাজ্য বিধানসভার বর্তমান যা পরিস্থিতি তাতে এই ৬টি আসনের মধ্যে ৪টিতে জয় নিশ্চিত তৃনমূল-কংগ্রেস জোটের। একটি আসনে জয় নিশ্চিত বামফ্রন্ট প্রার্থীদের। অন্য একটি আসনে ব্যাপক লড়াই হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।