ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় ২৭তম সড়ক সুরক্ষা সপ্তাহ শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আগরতলায় ২৭তম সড়ক সুরক্ষা সপ্তাহ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলার স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে সাত দিনব্যাপী এক কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২৭তম সড়ক সুরক্ষা সপ্তাহ।

রোববার (১০ জানুয়ারি) প্রদীপ প্রজ্বলন ও বেলুন উড়িয়ে এ বছরের সড়ক সুরক্ষা সপ্তাহের সূচনা করেন ত্রিপুরার আইনমন্ত্রী তপন চক্রবর্তী।



আইনমন্ত্রী বলেন, যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়ি চালানো, নীতি নির্দেশিকা না মানা ও বিভিন্ন ধরনের নেশা সেবন করে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। তাই এসব বিষয়ে সতর্ক থাকা উচিত।

আনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আগরতলা পৌরসভার মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা, ত্রিপুরার মুখ্য সচিব ওয়াই পিসিং, ত্রিপুরা পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) কে নাগরাজ ও পরিবহন দফতরের সচিব সমরজীৎ ভৌমিক প্রমুখ।

অন্যদিকে, সবুজ পতাকা নেড়ে ২৭তম সড়ক সুরক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা করেন, মুখ্য সচিব ওয়াই পিসিং ও ডিজিকে নাগরাজ।

আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে সড়ক সুরক্ষা সপ্তাহ। রাজ্য পরিবহন দফতর ও আরক্ষা দফতরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে। সড়কে যানবাহনের দুর্ঘটনা এড়াতে ও এ বিষয়ে গাড়িচালকসহ সাধারণ মানুষকে সচেতন করে পথ দুর্ঘটনা কমিয়ে আনতে দেশব্যাপী এ সড়ক সুরক্ষা সপ্তাহ পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।