ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঐতিহ্যশালী খড়গপুর বইমেলার উদ্বোধন করলেন উপ হাইকমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
ঐতিহ্যশালী খড়গপুর বইমেলার উদ্বোধন করলেন উপ হাইকমিশনার

কলকাতা: পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যশালী বইমেলা ‘খড়গপুর বইমেলা’-এর উদ্বোধন করলেন বাংলাদেশ উপ হাইকমিশনার জকি আহাদ। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার সব থেকে বড় বই মেলা ‘খড়গপুর বইমেলা’।



এই বইমেলা ২০১৬ সালে ১৬ বছরে পা দিল। বই মেলার উদ্বোধন করে শুভেচ্ছা ভাষণ দেন উপ হাইকমিশনার জকি আহাদ। এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খড়গপুরের বিদ্যাসাগর আবাসন (টাউন হল) প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের বিখ্যাত প্রকাশকরা এই মেলায় অংশ গ্রহণ করেছে। সঙ্গে আছে লিটিল ম্যাগাজিনের স্টল। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
ভি.এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।