ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলার পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন বৃহস্পতিবার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আগরতলার পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন বৃহস্পতিবার

আগরতলা: ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় পাসপোর্ট সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)।

এদিন ভারতের কেন্দ্রীয় বিদেশ দপ্তরের মন্ত্রী অবসরপ্রাপ্ত ভি কে সিং নতুন এ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।



মঙ্গলবার (২৯ ডিসেম্বর) তথ্য ও সংস্কৃতি দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরার অর্থ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানু লাল সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫।
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।