ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পাহাড়ের ৮০ কোটি রুপির বকেয়া বিদ্যুৎ বিল দেবে না মোর্চা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুন ১২, ২০১১

কলকাতা: দার্জিলিং পাহাড়ের লাগাতার আন্দোলনের ফলে রাজ্য সরকারের সংস্থা উত্তরবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানির বকেয়া প্রায় ৮০ কোটি রুপির বিদ্যুৎ বিল শোধ করা হবে না বলে জানিয়ে দিয়েছে জনমুক্তি মোর্চা।

রাজ্যের প্রচ- আর্থিক সংকটের সময় এই বকেয়া বিল নিয়ে এখন বেকায়দায় প্রশাসন।



মোর্চার শীর্ষ নেতা বিনয় তামাং রোববার দার্জিলিংয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা বকেয়া বিদ্যুৎ বিল আর দিতে চাইছি না। পাহাড়ের সমস্যার সমাধানে যখন স্বশাসিত পরিষদ গঠনের চুক্তি হতে যাচ্ছে, তখন সবকিছুই নতুন হবে। পুরানো বিল আর দেব কেন? ওটা আমরা মকুব করার কথা রাজ্য সরকারকে বলেছি। ’

এদিকে, শিলিগুড়িতে উত্তরবঙ্গ বিদ্যুৎ কোম্পানির জোনাল ম্যানেজার অশোককুমার সিনাহা বলেন, ‘পাহাড়ে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ১ লাখ ১০ হাজার। বকেয়া বিল আদায়ের প্রশ্নে এখন কোনো সরকারি সিদ্ধান্ত আসেনি। তারাও অপেক্ষা করে আছেন চুক্তির জন্য। ’

পাহাড়ের বকেয়া বিদ্যুৎ বিল যদি রাজ্য সরকার মওকুফ করে দেয়, তবে তার রেশ সমতলের বিদ্যুৎ গ্রাহকদের ওপর পড়বে কিনা সে প্রশ্নের অবশ্য জবাব দেয়নি বন্টন সংস্থা।

অন্যদিকে, পাহাড়ের বিদ্যুৎ বিলের দায় সমতলের গ্রাহকদের ওপর পড়লে তা নিয়ে পাল্টা আন্দোলনের হুমকি দিয়েছে বিদ্যুৎ গ্রাহক সমিতি।

বিনয় তামাং বিল না দেওয়ার কারণ ব্যাখা করতে গিয়ে বলেছেন, ‘পাহাড় থেকে প্রচুর জলবিদ্যুৎ পাওয়া যায়। অতীতেও তাদের আন্দোলনের অঙ্গ হিসেবে বিদ্যুৎ বিল বয়কট ছিল। এখন আন্দোলনের ফলে চুক্তি হচ্ছে। তবে আর কেন বকেয়া বিলের কথা আসছে। এই বকেয়া বিল পাহাড়ের জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেই পুষিয়ে দেওয়া হবে। ’

বাংলঅদেশ সময় : ২০৩৫ ঘণ্টা, জুন ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।