ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যে নির্বাচিত মধ্যে ১০২ বিধায়কের বিরুদ্ধে মামলা চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মে ২৭, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিধায়কদের মধ্যে এক-তৃতীয়াংশের বিরুদ্ধে দুনীর্িিত, অপরাধমূলক কাজকর্মের অভিযোগ আছে। সম্প্রতি এক সমীক্ষায় এই তথ্য পাওয়া গেছে।



শুক্রবার ন্যাশনাল ইলেকশান ওয়াচ সংগঠনের পক্ষ থেকে কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংগঠনের রাজ্য কো-অর্ডিনেটার বিপ্লব হালিম বলেন, ‘ রাজ্যে নির্বাচিত ২৯৪ জন বিধায়কের মধ্যে ১০২ জনের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। কয়েকজনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা ও অপহরণের অভিযোগ আছে। ’

এদিন তিনি আরও জানান, এর মধ্যে রাজ্যের শাসকদল তৃণমুল কংগ্রেসের ৬৯ জনের বিরুদ্ধে এই মামলা রয়েছে। তৃণমুলের অপর জোট সঙ্গি কংগ্রেসের ১৭ জন বিধায়কের বিরুদ্ধেও মামলা রয়েছে।

অন্যদিকে, বিরোধী জোট বামফ্রন্টের মধ্যে সিপিএমের ৭, ফরওর্য়াড ব্লকের ৪ ও আরএসপির ১ জন বিধায়কের নামে মামলা চলছে।

তৃণমুল কংগ্রেসের ১৮৪ জন বিধায়কের মধ্যে ২০ শতাংশ হলেন কোটিপতি। কংগ্রেসের বিধায়কদের মধ্যে ১৭ শতাংশ কোটিপতি। তবে সিপিএমের বিধায়কদের মধ্যে কেউ কোটিপতি নেই।

ভারতীয় সময়: ২১১০ ঘন্টা, মে ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।