ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নতুন বছর উপলক্ষে ভারতে প্লেনের টিকিটে বিশেষ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
নতুন বছর উপলক্ষে ভারতে প্লেনের টিকিটে বিশেষ ছাড়

কলকাতা: নতুন বছর উপলক্ষে টিকিটের অগ্রিম বুকিংয়ে বিশেষ ছাড়ের ঘোষণা করেছে ‘জেট এয়ারওয়েজ’।

বড়দিন দিন (২৫ ডিসেম্বর) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বুকিং দিলে জেট এয়ারওয়েজে এ ছাড় পাওয়া যাবে।

এর মাধ্যমে আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভ্রমণ করা যাবে।

ভারতের আরেক বিমান পরিসেবা কোম্পানি ‘এয়ার এশিয়া ইন্ডিয়া’ নতুন বছর উপলক্ষে মাত্র এক হাজার ৩৯০ রুপিতে তাদের টিকিট বিক্রি করছে বলে জানিয়েছে।

২০১৫ সালের  ৪ জানুয়ারি পর্যন্ত এয়ার এশিয়ার তরফে এ অগ্রিম টিকিট বুকিংয়ে বিশেষ ছাড়ের ঘোষণা করা হয়েছে।

এদিকে, ভারতের আরও কয়েকটি কোম্পানি নতুন বছরে বিশেষ ছাড়ের কথা ঘোষণা করতে যাচ্ছে বলে জানা গেছে।

সূত্র বলছে, বিশেষ ছাড়ের ফলে ভারতে প্লেনের টিকিট বিক্রির পরিমাণ প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।