ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় সেনাবাহিনী উদযাপন করলো বাংলাদেশের বিজয় দিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪
ভারতীয় সেনাবাহিনী উদযাপন করলো বাংলাদেশের বিজয় দিবস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে উদযাপন করা হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস।

কলকাতার পূর্বাচলের প্রধান দফতর ফোর্ট উইলিয়ামে বাংলাদেশ থেকে আগত মুক্তিযোদ্ধা ও যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা বাহিনীর সাবেক সেনা প্রধানদের সঙ্গে সেনার ইস্টার্ন কমান্ডের দায়িত্বপ্রাপ্ত লে. জেনারেল এম এম এস রাই ‘বিজয় স্মারকে’ পুষ্পস্তবক ‍অর্পণ করেন।



এর মধ্য দিয়েই মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে কলকাতার ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় প্রধান দফতরে বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস উদযাপনের সূচনা হয়। শুধু কলকাতা নয় গোটা দেশেই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

পূর্বাঞ্চলীয় সেনা দফতরে উপস্থিত ছিলেন, বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলিসহ ৭০ জনের বিশেষ প্রতিনিধি দল।

এরমধ্যে রয়েছেন, এয়ার কমান্ডার এ কে এম রাকিফ উদ্দিন, মেজর জেনারেল আবু সৈয়দ, মহ. মাসুদ, ক্যাপ্টেন মুস্তাফা কামাল নাসের, মহ. আলি শিকদার প্রমুখ।

এ সময় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, দেশটির সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরীসহ ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান কর্মকর্তাগণ।

মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে কলকাতার ফোর্ট উইলিয়ামে এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।