ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সভা করতে কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
সভা করতে কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহ

কলকাতা: কলকাতা উচ্চ আদালতের নির্দেশে ধর্মতলায় রোববার (৩০ নভেম্বর) বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভা করার অনুমতি পেয়েছে বিজেপি।

শেষ মুহূর্তে সভা করার অনুমতি পেয়ে শনিবার (২৯ নভেম্বর) রাতভর চলে সভার প্রস্তুতি।

 

এ বিষয়ে বিজেপি নেতারা জানান, শেষ মুহূর্তে সভা করার অনুমতি পাওয়ায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি কর্মীদের রাতে থাকার ব্যবস্থা নিয়ে কিছুটা সমস্যা দেখা দেয়।

এদিকে, রোববার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে কলকাতা এসে পৌঁছান অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিজেপি’র রাজ্য সভাপতি রাহুল সিনহা।

স্থানীয় সময় দুপুর দেড়টায় সভার কাজ শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সভাকে সামনে রেখে শনিবার কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল ও পথ সভার আয়োজন করে দলটি।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।