ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নিরাপদ শহরের শিরোপা পেলো কলকাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪
নিরাপদ শহরের শিরোপা পেলো কলকাতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতার টুপিতে যোগ হলো নতুন এক পালক। অপরাধ এবং নিরাপত্তার নিরিখে ‘ইন্ডিয়া টুডে বেস্ট সিটিজ অ্যাওয়ার্ড’ জিতে নিলো তিলোত্তমা।

ভারতের ৫০টি শহরে সমীক্ষা চালিয়ে কলকাতাকে সবথেকে নিরাপদ বলে ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) সংস্থার পক্ষ থেকে রাজ্যের এক প্রতিনিধির হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতার নাগরিকদের কাছে এ পুরস্কার সম্মানের এবং উৎসাহের।

তিনি আরও বলেন, গত ৩ বছরে কলকাতার বাসিন্দাদের জন্য নানা রকম উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এ পুরস্কার সেই  উদ্যোগের স্বীকৃতি।

কলকাতার উন্নতির জন্য আরও ভালো কাজ করতে এ পুরস্কার সরকার এবং প্রশাসনকে আরও উৎসাহিত করবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।