ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গি হামলার আশঙ্কায় কলকাতা বিমানবন্দরে সতর্কতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
জঙ্গি হামলার আশঙ্কায় কলকাতা বিমানবন্দরে সতর্কতা

কলকাতা: কলকাতা বিমানবন্দরে জঙ্গি হামলার সম্ভাবনার কথা জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করলো ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকি‌উরিটি ফোর্সকে (সিআইএসএফ) বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দারা।

গত সপ্তাহেও এ সংক্রান্ত অপর একটি সতর্কতা জারি করা হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, জঙ্গিরা হামলা করতে পারে বিমানবন্দরে। এর পরেই বাড়ানো হয়েছে নিরাপত্তা।

অপর দিকে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ঝাড়খণ্ডে মাওবাদী ও ইন্ডিয়ান মুজাহিদিনের যৌথ হামলার সতর্কবার্তা জারি করেছে গোয়েন্দারা।

সূত্রের খবর, কোনো ধরনের রাজনৈতিক মিছিলের উপর হামলা হতে পারে।

শুক্রবার (২১ নভেম্বর) ঝাড়খণ্ড যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ২০ নভেম্বর , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।