ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার পশ্চিম আসনে বেড়েছে নারী ভোট‍ার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৪
ত্রিপুরার পশ্চিম আসনে বেড়েছে নারী ভোট‍ার

আগরতলা: ভারতের লোকসভা নির্বাচনে রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনে নারী ভোটারের সংখ্যা বেড়েছে।

সোমবার প্রথম দফার নির্বাচনে ত্রিপুরার একটি ও আসামের পাঁচটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পশ্চিম ত্রিপুরা আসনে মোট ভোট পড়েছে প্রায় ৮৬ শতাংশ। এর মধ্যে নারী ভোটারদের ৮৫.৬৯ শতাংশ এবং পুরুষ ভোটারদের ৮৫.৩৫ শতাংশ ভোট দিয়েছেন।

ত্রিপুরায় নারী ভোটার বেশি  হওয়ার প্রবণতা এই প্রথম নয়। গত বছর বিধানসভা নির্বাচনেও মহিলা ভোটাররা পুরুষের চেয়ে বেশি ভোট দিয়েছিলেন।
প্রসঙ্গত, ২০০৪ সালে লোকসভায় ভোট পড়েছিল মাত্র ৬৭.৪ শতাংশ ৷ ২০০৯ সালের নির্বাচনে ভোটের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ৮৪.৫ শতাংশে ৷ এবার এ হার আরও বেড়ে ৮৬ শতাংশ হয়েছে।

গত সোমবার থেকে শুরু হওয়া ৯ দফার এ নির্বাচন চলবে ১২ মে পর্যম্ত। এবার মোট ৮১ কোটি ৪০ ল‍াখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে পূর্ব ত্রিপুরায় আগামী ১২ এপ্রিল উপজাতি সংরক্ষিত আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।