ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কংগ্রেস-বিজেপি নয়, তৃতীয় শক্তি ক্ষমতায় যাবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪
কংগ্রেস-বিজেপি নয়, তৃতীয় শক্তি ক্ষমতায় যাবে

কলকাতা: কলকাতার শহীদ মিনারে সভা করে সরাসরি বিজেপি, কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী বহুজন সমাজবাদী পার্টি নেত্রী কুমারী মায়াবতী।

তিনি অভিযোগ করেন, ভারতের শাসন ক্ষমতায় বসা এই দুই দলই সমাজের পিছিয়ে পড়া মানুষ, দলিত মানুষদের উন্নতির জন্য কিছুই করেনি।



মায়াবতী বলেন, আগামী লোকসভায় বিজেপি বা কংগ্রেস নয় লোকসভা গঠন করবে বিকল্প কোনো শক্তি।

তিনি আরও বলেন, একজন দলিত নেতা আগামী দিনে ভারতের প্রধান মন্ত্রীর চেয়ারে বসবেন।   আর সেই নেতাই পারেন সার্বিকভাবে ভারতের পিছিয়ে পড়া মানুষদের সত্যিকারের উন্নতি করতে।

কুমারী মায়াবতী বলেন, পশ্চিমবঙ্গে বহুজন সমাজবাদী পার্টির প্রায় ১০ শতাংশ ভোট আছে। আগামী দিনে পশ্চিম বঙ্গে ভালো করবে বহুজন সমাজবাদী পার্টি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।