ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মধ্য চৈত্রেই গরমে নাজেহাল কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪
মধ্য চৈত্রেই গরমে নাজেহাল কলকাতা প্রতীকী

কলকাতাঃ  মার্চের শেষেই গরমে হাঁস ফাঁস অবস্থা কলকাতাবাসীর। এর মধ্যেই তাপমাত্রার পারদ প্রায় ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড-এর কাছাকাছি ঘোরা ফেরা শুরু করছে।

ফলে গ্রীষ্মের শুরুতেই নাকাল কলকাতাবাসী ।

রোববার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি। ছুটির দিন হওয়ায় পথে লোকজন ছিল খুবই কম। তবে সোমবার পূর্বাভাসে তাপ মাত্রা আবারও ৩৯ ডিগ্রি ছাড়িয়ে যাবার কথা বলা হয়েছে।

অপরদিকে বীরভূমসহ বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদীয়া ও কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে।

একদিকে তাপমাত্রা সঙ্গে আছে গরম হাওয়ার দাপট। বাতাসে জলীয় বাষ্প কম। সারা কলকাতায় লু বইছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কতা জারি করে বলা হয়েছে, বিশেষ কোন কাজ না থাকলে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা অবধি রাস্তায় না বেরানোই ভালো।

তাপপ্রবাহের সঙ্গে জুড়েছে ভোটের উত্তাপও। প্রার্থী এবং রাজনৈতিক দলের কর্মীরা ভোট প্রচারে বেড়িয়ে গলা ভিজিয়ে নিচ্ছেন ডাবের জলে। সঙ্গে পথ চলতি সাধারণ মানুষ তো আছেনই। আর এই সুযোগেই ডাবের দাম ১৫ রুপি থেকে বেড়ে এক ধাক্কায় ৩০ রুপি গিয়ে ঠেকেছে।  

চিকিৎসকরা জানিয়েছেন বিশেষ কাজে রাস্তায় বেরোতে হলে সঙ্গে ছাতা, রোদ চশমা নিতে হবে। খেতে হবে প্রচুর পরিমাণে পানি। হাল্কা খাবারের সঙ্গে ফল খেতে পারলে কিছুটা উপকার হবে। তবে অনেকক্ষণ কেটে রাখা ফল খাওয়া চলবে না। রাস্তায় বের হলে সঙ্গে জল রাখতে পারলে ভালো হয়। আর বোতল বন্দি ঠাণ্ডা পানীয় আরও ভাল।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।