ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘আমার সোনার বাংলা’ কণ্ঠ মেলালো কলকাতাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪
‘আমার সোনার বাংলা’ কণ্ঠ মেলালো কলকাতাও

কলকাতাঃ  লাখো কণ্ঠে সোনার বাংলা গানের সঙ্গে গলা মেলাল কলকাতাও। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের অনুষ্ঠানে কমিশন চত্বরে উপস্থিত সকলে আবেগ ঘন কণ্ঠে এক সঙ্গে গাইলেন “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি....”।



এর আগে কমিশন চত্বরে বাংলাদেশের জাতীয়  পতাকা উত্তোলন করেন কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনার আবিদা ইসলাম। উপস্থিত  ছিলেন কমিশনের অন্য সদস্য এবং তাদের পরিবারবর্গ।

এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা। হাজির ছিলেন কলকাতার সোনালী ব্যাঙ্ক, বাংলাদেশ বিমানের প্রতিনিধিসহ কলকাতায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশের নাগরিকরা ।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।