ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূল প্রার্থীদের প্রচারণায় কলকাতার চিকিৎসকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪
তৃণমূল প্রার্থীদের প্রচারণায় কলকাতার চিকিৎসকরা

কলকাতা: তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থন জানিয়ে সরাসরি প্রচারণায় নামার ঘোষণা দিয়েছেন কলকাতার বেসরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত চিকিৎসকদের একাংশ।

শুক্রবার কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন (পিডিএ)।



সংবাদ সম্মেলনে পিডিএ’র সভাপতি ড‍া. নির্মল মাঝি জানান, শনিবার থেকেই তারা তৃণমূল প্রার্থীদের সর্মথনে প্রচারে নামবেন।

আগামী দিনে এই চিকিৎসকরা তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লির শাসনভারে দেখতে চান বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক পিডিএ’র রাজ্য সম্পাদক  শান্তনু সেন, চিকিৎসক নেতা সাগরময় সেন, দেবাশিস মুখোপাধ্যায়, প্রদীপ নেমনি, বিপ্লব ঘোষ মণ্ডল, জাহাঙ্গীর আলম প্রমুখ।

পিডিএ’র পক্ষ থেকে জানানো হয়, কয়েক বছর আগেও পশ্চিমবঙ্গের মানুষ দক্ষিণ ভারতে চিকিৎসা করতে যেত। কিন্তু রাজ্য সরকারের তরফে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে বর্তমানে শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, কলকাতায় চিকিৎসা করাতে আসছেন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরাও।

ড. নির্মল মাঝি বলেন, পিডিএ’র সঙ্গে লাখো চিকিৎসক রয়েছেন। এই প্রচারাভিযানে সেই সব চিকিৎসকসহ সকলকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।