ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় নির্বাচনে আসছে তথ্য প্রযুক্তি ব্যবহার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
ত্রিপুরায় নির্বাচনে আসছে তথ্য প্রযুক্তি ব্যবহার

আগরতলা (ত্রিপুরা): সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং তথ্য প্রযুক্তিকে নির্বাচনে ব্যবহার করতে বিশেষ উদ্যোগ নিল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)। ষোড়শ লোকসভা নির্বাচনে দলীয় প্রচার চালাতে পার্টির উদ্যোগে খোলা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার এবং নির্বাচনী ওয়েবসাইট।



বৃহস্পতিবার দিল্লিতে সি পি আই (এম) কেন্দ্রীয় দপ্তরে নির্বাচনী ওয়েবসাইট উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। এতে দলের নির্বাচনী প্রাচার সম্পর্কিত যাবতীয় তথ্য এবং ২০১৩ সালের নির্বাচনী ইস্তেহার।

তাছাড়া এই ওয়েবসাইটে থাকছে নির্বাচনী প্রচারের ছবি এবং ভিডিও। এবারের নির্বাচনে দলের হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সব প্রার্থীদের পরিচিতিও। ওয়েবসাইটটির লিঙ্ক http://www.cpim.org/elections-2014।   নির্বাচনের জন্য সিপিএম একটি হিন্দি ওয়েবসাইটও চালু করেছে এদিন। হিন্দি ওয়েবসাইটটির লিঙ্ক http://www.hindi.cpim.org/ ।

দুদিন আগেই দলের নির্বাচনী ফেসবুক অ্যাকাউন্ট উদ্বোধন করেছেন কলকাতায় দলের পলিটব্যুরো সদস্য বিমান বসু।   ফেসবুকের লিঙ্ক https://www.facebook.com/cpimcc । এখন পর্যন্ত পেজটিতে সাড়ে ২৩ হাজারের বেশি লাইক পড়েছে।

দলের পক্ষ থেকে বলা হয়েছে- এবারের নির্বাচনে সিপিএম জোর দিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রচারের উপর। এর মধ্য দিয়ে দেশের যুব অংশ এবং তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত বিরাট অংশের মধ্যবিত্ত শ্রেণিকে কাছে টানতে চাইছে সিপিএম।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।