ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় রাতের রাস্তায় গাড়ি পুড়ছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪
আগরতলায় রাতের রাস্তায় গাড়ি পুড়ছে

আগরতলা (ত্রিপুরা): আরও একটি গাড়ি পুড়িয়ে দেয়া হল রোববার রাতে। এ নিয়ে নষ্ট করা হয়েছে আটটি গাড়ি।

রাতে আগরতলায় অদ্ভুত কাণ্ড চলছে। রাস্তায় থাকা গাড়ি পুড়িয়ে দিচ্ছে দুষ্কৃতিকারীরা। এ নিয়ে পরপর তিন রাতে এই ঘটনা ঘটল আগরতলায়।

প্রথম গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে গত সপ্তাহে। রাজধানীর কল্যাণী এলাকায় এক সঙ্গে পুড়িয়ে দেয়া হয় পাঁচটি গাড়ি। ঘটনায় অবাক হয়ে যায় সবাই।

ঘটনা গড়ায় থানা পুলিশ পর্যন্ত। কিন্তু কোন সুরাহা হয় নি। অনেকে ভেবেছেন কোন দুর্ঘটনায় একসঙ্গে ওই পাঁচটি গাড়ি পুড়ে গেছে। কল্যাণীতে যে পাঁচটি গাড়ি ভস্মীভূত হয় সেগুলি পার্ক করা ছিল এক সঙ্গে।

এ ঘটনার একদিন পর ফের একই ঘটনা ঘটে রাজধানীতে। এবার আর এম এস চৌমুহনীতে রাতে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। তিন দিনের মধ্যে দু‘বার একই ধরনের ঘটনা ঘটায় সবাই ধরে নেয় এর পেছনে কোন দুরভিসন্ধি রয়েছে।

বড় কোন ধরনের অপরাধ মানসিকতা কাজ করছে এসব ঘটনার পিছনে। পুলিশ থেকে ঘটনার তদন্ত ভার দেয়া হয় সিআইডি’র হাতে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। কিন্তু ধৃতদের ব্যাপারে কোন কিছু জানায় নি। যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের জামিন হয়ে যায় আদালত থেকে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ে।

শেষ পর্যন্ত দু’দিন সব কিছু ঠিক চলার পর রোববার রাতে শহরে পুড়িয়ে দেয়া হল আরও দুটি গাড়ি। মাঝ রাতে কে বা কারা পুড়িয়ে দেয় আরও দুটি গাড়ি।

সোমবার সকালে এ ঘটনা সবার নজরে পড়ে। এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যে সাধারণ মানুষ রাতে রাস্তায় গাড়ি রাখতে ভয় পাচ্ছেন। অদ্ভুত এক অপরাধ শুরু হয়েছে রাজধানী আগরতলায়। কেন এভাবে গাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে সে ব্যাপারে পুলিশ কিছুই জানাতে পারছেন না।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।