ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৪
ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা

আগরতলা (ত্রিপুরা): লোকসভা নির্ব‍াচনে ত্রিপুরায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।

বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুরজিত দত্ত।



লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।

এবার পশ্চিম ত্রিপুরা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ত্রিপুরা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। অন্যদিকে পূর্ব ত্রিপুরায় উপজাতি সংরক্ষিত আসন থেকে ভোটে লড়বেন বিভু কুমার রিয়াং।

ত্রিপুরায় দুইটি আসনে লোকসভা নির্বাচন হয়ে থাকে। ত্রিপুরায় যে কোনো নির্বাচনে প্রথমে প্রার্থী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট তথা সিপিএম। তবে এবার যেনো প্রার্থী তালিকা ঘোষণার দিকে সিপিএমকে টেক্কা দিল তৃণমূল কংগ্রেস।

সংবাদ সম্মেলনে সুরজিত দত্ত বলেন, প্রকৃত বিরোধী হিসাবে ত্রিপুরায় বামদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে একমাত্র তৃণমূলই।

বাংলাদেশ সময়:১৬৫৩ঘণ্টা, মার্চ ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।