ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুই বাঙলার চিত্র প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪
দুই বাঙলার চিত্র প্রদর্শনীর উদ্বোধন

কলকাতা: দুই বাঙলার শিল্পীদের চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে কলকাতায়।

বুধবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন ভারতের রাজ্যসভার সদস্য ও চিত্রশিল্পী যোগেন চৌধুরী এবং বাংলাদেশের বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী।



কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন ও বেঙ্গল ফাউন্ডেশনের (ঢাকা) উদ্যোগে কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনসের (আইসিসিআর) বেঙ্গল গ্যালারিতে এ প্রদর্শনী চলছে।

উদ্বোধনী আয়োজনে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ উপ হাই কমিশনার আবিদা ইসলাম চিত্রশিল্পী রফিকুন নবী, আইসিসিআর’র অধিকর্তা রাজর্ষি বেহের ও বেঙ্গল ফাউন্ডেশনের অধিকর্তা সুবীর চৌধুরী প্রমুখ।

যোগেন চৌধুরী বলেন, নব্বই দশক থেকেই এই চিত্রশিবির হয়ে আসছে। তবে এই ধরনের প্রদর্শনী কলকাতায় এবারই প্রথম। এ উদ্যোগে দুই দেশের সম্পর্ক আরো নিবিড় হবে।

এর আগে দিল্লি ও আসামে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে এ ধরনের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে মোট ৩৭টি ছবি প্রদর্শিত হচ্ছে। ২ মার্চ পর্যন্ত প্রদর্শনী চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।