ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত ভ্রমণেচ্ছুদের জন্য নয়া নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪
ভারত ভ্রমণেচ্ছুদের জন্য নয়া নিয়ম

ঢাকা: ভারত ভ্রমণে যাওয়া বিদেশিদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশটির শুল্ক দফতর। এ নতুন নিয়মের ফলে ভারতে প্রবেশকালে বিদেশি যাত্রীদের জানাতে হবে যে, সঙ্গে করে তাঁরা কী কী পণ্য এনেছেন।



বিদেশি যাত্রীদের জানাতে হবে তাঁরা মোট কটি তল্পিতল্পা এনেছেন৷ একই সঙ্গে জানাতে হবে ভারতীয় মুদ্রায় ১০ হাজারের বেশি টাকা এনেছেন কিনা৷ এরসঙ্গে অন্তর্ভুক্ত থাকবে হাতে থাকা ছোট হাতব্যাগও ৷

ভারতের শুল্ক দফতরের নতুন নিয়ম অনুযায়ী এই ঘোষণা করতে হবে অন্য দেশ থেকে যাওয়া যাত্রীদের৷ আগামী পয়লা মার্চ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে৷ চলতি মাসের ১০ তারিখে  ভারতের অর্থ মন্ত্রণালয় এই নতুন নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে৷

ভারতীয় শুল্ক দফতরের নতুন লাগেজ নীতি ২০১৪ অনুযায়ী দেশের কোনও নাগরিক যখন অন্য দেশে যাবেন তখন তাঁকেও অভিবাসন ফর্ম পূরণ করতে হবে৷ তবে দেশে ফেরার সময় এ ধরনের ফর্ম আর পূরণ করতে হবে না ভারতীয়দের৷

ভারতে যাওয়া যাত্রীদের পূরণ করতে হবে ‘ইন্ডিয়ান কাস্টমস ডিক্লারেশন ফর্ম'৷ ওই ফর্মে ভারত ভ্রমণেচ্ছু ব্যক্তিকে তাঁর সঙ্গে থাকা সব কিছুর বিস্তারিত বিবরণ জানাতে হবে৷ শুল্ক দিতে হয় এমন সমস্ত জিনিস এবং কোনও জিনিস সঙ্গে থাকলে তার নামও জানাতে হবে এই ফর্মে ৷

এই ফর্ম পূরণের ফলে শুল্ক দফতর খুব সহজেই কর ফাঁকি, জিনিস আমদানির বিষয়টি বুঝতে পারবেন৷ কোনও বিমানযাত্রী অনুমোদিত মাত্রার অতিরিক্ত কী পরিমাণ সোনা বা  ডলার সঙ্গে এনেছেন তাও জানতে পারবে৷

নতুন নিয়ম অনুযায়ী আগত যাত্রীকে জানাতে হবে তাঁর পাসপোর্ট নম্বর এবং সাম্প্রতিক তিনি কোন কোন দেশ ঘুরেছেন তার বিবরণ৷

এছাড়াও আগে যে সব বিবরণ পেশ করতে হত সেগুলিও জানাতে হবে ভারতে যাওয়া বিমানযাত্রীদের৷

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।