ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিধানসভা রেখে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন!

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪
বিধানসভা রেখে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন!

ঢাকা: সদ্য পদত্যাগী অরবিন্দ কেজরিওয়াল ফের ধাক্কা খেলেন ৷ পদত্যাগের পর অবিলম্বে বিধানসভা ভেঙে দিয়ে ভোট করানোর সুপারিশ করেছিলেন৷ কিন্তু দিল্লির উপ-রাজ্যপাল সেই সুপারিশ খারিজ করে কেবলমাত্র দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন৷ ফলে বিধানসভা আপাতত থেকেই গেল৷

অবশ্য কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজধানীতে রাষ্ট্রপতি শাসন জারির স্বপক্ষে মত দিল । শনিবার সন্ধে ৭টা নাগাদ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে।

সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় বিধানসভা না ভেঙে আপাতত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শাসনেই আপাতত থাকবে দিল্লি।

এতে যে কোনও মুহূর্তে আম আদমি পার্টি ভেঙে বিজেপি সরকার গড়তে পারে৷ এরআগে কেজরিওয়াল মন্ত্রিসভার বৈঠক ডেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং অবিলম্বে বিধানসভা ভেঙে দিয়ে নির্বাচনের সুপারিশ করেন৷ রাতেই তিনি এবং দিল্লি সরকারের ছয়মন্ত্রী নিয়ে উপরাজ্যপাল নাজিব জং-এর সঙ্গে দেখা করে সুপারিশটি তাঁর হাতে তুলে দেন৷

অবশ্য শনিবার দুপুরে উপ-রাজ্যপাল সেই সুপারিশ সম্পূর্ণ মানলেন না৷ তাঁর নিজস্ব রিপোর্ট রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেন৷ রাষ্ট্রপতি সেই সুপারিশ পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে৷  
বিদায়ী মন্ত্রী মণীশ শিসোদিয়া বলেন, "আমি যতদূর সংবিধান জানি, তাতে নির্বাচিত সরকারের মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নেবে, তাই মানতে হবে উপ-রাজ্যপালকে৷" কিন্তু বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ সোলি সোরাবজি বলেন, "উপ-রাজ্যপালের স্বেচ্ছায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে৷"

এদিকে ক্ষমতা ছেড়ে আম আদমি পার্টি ফের রাজপথে ‘ঝাড়ু' নিয়ে আন্দোলনে নামার পরিকল্পনা করছে৷ তারা ঘোষণা করেন, এই মাসের শেষ সপ্তাহে তাঁরা উত্তরপ্রদেশ ও হরিয়ানায় প্রচার অভিযানে নামবেন৷ মুখপাত্র যোগেন্দ্র যাদব বলেন, "অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বেই আমরা লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব৷"


এদিকে কেজরিওয়াল মন্ত্রিসভার ইস্তফার পর জোরদার হচ্ছিল দিল্লিতে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা। বিধানসভা জিইয়ে রেখেই রাষ্ট্রপতি শাসন করার জন্য প্রণব মুখোপাধ্যায়কে সুপারিশ করেছেন উপ-রাজ্যপাল নাজিব জঙ্গ।

জনলোকপাল বিল পেশ করতে না পারায় ইস্তফা দেয় কেজরিওয়ালের মন্ত্রিসভা। এরপর দিল্লিতে উদ্ভুত পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেন উপ-রাজ্যপাল। সেই রিপোর্টেই রাজধানীতে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেন উপ রাজ্যপাল।

এদিকে, দিল্লির তখত ছাড়ার পর এবার লোকসভা ভোটে জোরকদমে প্রচার শুরু করতে চলেছে আম আদমি পার্টি। আপ নেতৃত্বের তরফে জানানো হয়েছে, তেইশে ফেব্রুয়ারি হরিয়ানার রোহতকে এক দুর্নীতি বিরোধী সভা দিয়েই লোকসভা ভোটের প্রচার শুরু হবে।

সেই সভাতেই ঘোষণা হবে আপের নতুন স্লোগান, ‘ঝাড়ু চালাও, বেইমানোকো হঠাও। ’ তবে লোকসভা ভোটে অরবিন্দ কেজরিওয়াল প্রার্থী হবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর নেতৃত্বেই আম আদমি পার্টি যে ভোটে লড়বে তা দলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।