ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আন্না-মমতা বৈঠক মঙ্গলবার

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪
আন্না-মমতা বৈঠক মঙ্গলবার

ঢাকা: ভারতের প্রতিবাদী কণ্ঠ হিসেবে পরিচিত আন্না হাজারের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বৈঠকের দিন ধার্য হয়েছে আগামী মঙ্গলবার দিল্লিতে। পরের দিন যৌথ সাংবাদিক সম্মেলন হতে পারে।



দু’মাস বাদে লোকসভার ভোট। ভোটের আগে এ বৈঠক ঘিরে তাই রাজনৈতিক মহলসহ সর্বত্র চাঞ্চল্য ছড়িয়েছে। ধরেই নেওয়া হচ্ছে মমতাকে আসন্ন এ ভোটে আন্না হাজারে সমর্থন দিচ্ছেন।

সর্বত্র খবর ছড়িয়েছে তৃণমূলের হয়ে প্রচার করার প্রতিশ্রুতিও দিয়েছেন আন্না হাজারে। আর তা হলে বড় ধরণের চমক সৃষ্টি হতে পারে। কেননা আন্নার অনুসারি অরবিন্দ কেজরিওয়াল এখন দিল্লির মুখ্যমন্ত্রী।

মাত্র এক বছর আগে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি দল গড়েছিলেন। দুর্নীতি হটাও স্লোগান তুলে সর্বত্র সারা ফেলে দেন কেজরিওয়াল। দিল্লির মানুষ সমর্থন প্রাণভরে জানায় কেজরিওয়ালকে। তাই সরকার গড়েন তিনি। তবে কংগ্রেসের সমর্থনে তাকে সরকার গড়তে হয়েছে।

যাইহোক কয়েকদিন আগে আগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন আন্না হাজারে।
সেদিন থেকেই জল্পনার শুরু হয়। সবার লক্ষ্য হয়- তবে কী আন্না হাজারে এবার তৃণমূলের দিকে ঝুঁকছেন?

তৃণমূল নেতা মুকুল রায় বৃহস্পতিবার পুণে গিয়ে আন্না হাজারের সঙ্গে সাক্ষাত্‍ করে এই জল্পনা আরও বাড়িয়ে দেন। মুকুল রায়ের সঙ্গে বৈঠকের পর আন্না হাজারে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠকে বসতে যাচ্ছেন। সেখানেই ভবিষ্যতের রণনীতি ঠিক হবে।

ভোটের চমক দেখাতে তৃণমূল যে আন্না হাজারেকে পাশে পেতে উদ্যোগী- সেটা স্পষ্ট মুকুল রায়ের কথায়। লোকসভা ভোটের আগে তৃণমূলের হয়ে প্রচারেও নামতে পারেন আন্না হাজারে। এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

আন্নাকে পাশে পেলে লোকসভা ভোটে অবশ্যই বাড়তি ফায়দা তুলবে তৃণমূল কংগ্রেস।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।