ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রেল বাজেট পেশ, ত্রিপুরার প্রাপ্তি শূন্য

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪
রেল বাজেট পেশ, ত্রিপুরার প্রাপ্তি শূন্য

আগরতলা (ত্রিপুরা) : বুধবার লোকসভায় অন্তর্বর্তী রেল বাজেট পেশ করলেন রেলমন্ত্রী মল্লিকার্জুন খার্গে। আসন্ন লোকসভা ভোটের দিকে তাকিয়েই তৈরি করা হয়েছে এই রেল বাজেট।

বাজেটে রাজ্যের প্রাপ্তি একেবারে শূন্য বলা যায়।

বাজেটে প্রচণ্ডভাবে উপেক্ষিত দেশের উত্তরপূর্বাঞ্চল। ত্রিপুরার জন্য নতুন কোন ট্রেনের প্রস্তাব যেমন করা হয়নি তেমনি রাজ্যের জন্য নেই কোন নতুন প্রকল্পও। শুধু মাত্র উত্তরপূর্বাঞ্চলের রেল পরিষেবা উন্নত করার আশ্বাস বাণী দিয়েছেন রেলমন্ত্রী। এভাবে রেল বাজেটে উপেক্ষিত হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ রাজ্যের মানুষ।

চালু হচ্ছে ৬৮টি নতুন ট্রেন৷ তার মধ্যে ১৭টি এসি ও ৩৮ টি এক্সপ্রেস ট্রেন। কিন্তু একটিও নেই উত্তরপূর্বাঞ্চলের জন্য। রেল বাজেটে যাত্রী ভাড়া বাড়ানো হয়নি৷ তবে রেলওয়ে ট্যারিফ কমিটি গড়ার কথা বলা হয়েছে রেল বাজেটে, যারা ভাড়া বৃদ্ধির বিষয়টি দেখবেন।
বাজার অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখেই নির্ধারিত হবে রেলের যাত্রী ও পণ্য মাশুল। যাত্রী স্বাচ্ছন্দ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর দিয়েছেন রেলমন্ত্রী৷

বাজেট ভাষণে রেলমন্ত্রী জানিয়েছেন, বাজার থেকে ১ হাজার কোটি টাকা ঋণ নেবে রেল বিকাশ নিগম৷ এই টাকায় ভারতীয় রেলের উন্নয়ন করা হবে। ২২২৭ কিলোমিটার লাইন ব্রডগেজে রূপান্তরিত হয়েছে বলেও জানান মল্লিকার্জুন খার্গে। উত্তরপূর্বাঞ্চলের জন্য একমাত্র সুখবর অরুণাচলের ইটানগর পর্যন্ত ট্রেন চালানোর ভাবনার কথা জানিয়েছেন রেলমন্ত্রী এবং রেল মানচিত্রে ঢুকেছে মেঘালয়৷

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।