ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে রাজ্যসভার ভোট গ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৪
পশ্চিমবঙ্গে রাজ্যসভার ভোট গ্রহণ শুরু

কলকাতাঃ পশ্চিমবঙ্গের বিধান সভায় রাজ্যসভার পাঁচটি আসনের ভোটগ্রহণ চলছে। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বামফ্রন্ট এই ভোটে লড়াই করছে।

একমাত্র নির্বাচিত বিধায়করা রাজ্যসভা নির্বাচনে ভোট দিতে পারেন।

কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রার্থী না দেওয়া হলেও তারা নির্দলীয় প্রার্থীকে সমর্থন করছেন। বাম ফ্রন্টের তরফে ছাত্রনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে।

অপর দিকে তৃণমূল কংগ্রেস অভিনেতা মিঠুন চক্রবর্তী, চিত্রশিল্পী যোগান চৌধুরী, কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান, কে ডি সিং কে প্রার্থী করেছে।

তবে ভোট শুরু হবার সঙ্গে সঙ্গেই ভোট কাটাকাটি, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে ভোট কেনা বেচার অভিযোগ উঠতে শুরু করেছে।

ভোট পরিচালনার জন্য গুজরাট নির্বাচন কমিশনের একটি বিশেষ দল কলকাতায় এসেছে। তারা সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।