ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিকল্প জোটের ডাক মানিক সরকারের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
বিকল্প জোটের ডাক মানিক সরকারের

আগরতলা (ত্রিপুরা): আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপি’র বিকল্প জোটের ডাক দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

 

রোববার সন্ধ্যায় ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্মেলনে একথা বলেন তিনি।

 

মানিক সরকার বলেন, কেন্দ্রে এবার একটি বিকল্প শক্তির সরকার গঠন করতে হবে। এই বিকল্প হবে কংগ্রেস এবং বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির দলগুলিকে বাদ দিয়ে। সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে যে দলগুলি রয়েছে তাদের এক মঞ্চে এনে এই বিকল্প গড়তে হবে।

 

তিনি বলেন, ধর্ম নিরপেক্ষ দলগুলো এক সঙ্গে এলেই শুধু হবে না। এর বিকল্প নীতি নিয়েও ভাবতে হবে। যে নীতি হবে দেশের বেশির ভাগ মানুষের স্বার্থ রক্ষাকারী। মানুষ যাতে কাজ পায়, খাদ্য পায়, তার অধিকার যাতে সুরক্ষিত থাকে এমন নীতি নিতে হবে।

 

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।