ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উলফা ত্রিপুরার জঙ্গিদের অস্ত্র দিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৪
উলফা ত্রিপুরার জঙ্গিদের অস্ত্র দিত

আগরতলা (ত্রিপুরা): ‘আসামের জঙ্গি সংগঠন উলফা ত্রিপুরার জঙ্গিদের অস্ত্র এবং অন্যান্য সরঞ্চাম দিয়ে জঙ্গিপনায় সহায়তা দিত। এমনকি এরাজ্যে জঙ্গি হামলার অনেক ঘটনার সঙ্গে যুক্ত উলফা সদস্যরা।

 

বৃহস্পতিবার চট্টগ্রাম অস্ত্র মামলার রায় ঘোষণার পর এ বিষয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

 

মুখ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম সমুদ্র বন্দর অস্ত্র আনার জন্য নয়- ব্যবহার হবে মানুষের কল্যাণের কাজে। শুক্রবার ধর্মনগরে আন্তরাজ্য বাস টার্মিনাল উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।  

 

বাংলাদেশে বৃহস্পতিবার রায় বের হয় চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলার। সেখানে ১৪ জনের ফাঁসির রায় দেন বিচারক। যার মধ্যে রয়েছেন আসামের জঙ্গী সংগঠন উলফার নেতা পরেশ বড়ুয়া।  

 

মানিক সরকার বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য পরিবহন হলে খুব সস্তায় ভারতের উত্তরপূর্বাঞ্চলে মালপত্র আনা যাবে । আমরা সেই কথা বলে আসছি বহু দিন ধরে।  

 

তিনি বলেন, ২০০৪ সালে যখন চট্টগ্রাম দিয়ে জঙ্গিদের জন্য দশ ট্রাক অস্ত্র আসে তখন উত্তাল হয় এরাজ্যের রাজনীতি। সিপিএম তথা বামফ্রন্টের পক্ষ থেকে এনিয়ে অভিযোগ তোলা হয় উগ্র উপজাতিভিত্তিক বেশ কিছু দলের বিরুদ্ধে।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।