ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিতে সরকার গড়ার ডাক মমতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪
দিল্লিতে সরকার গড়ার ডাক মমতার

কলকাতা: জনসমুদ্র হয়ে ওঠা ব্রিগেড থেকেই দিল্লিতে সংহতি-সম্প্রীতির সরকার গঠনের ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কার্যত লোকসভা ভোটের প্রচার শুরু করলেন তিনি৷ 

 

পশ্চিমবঙ্গের মতো দিল্লিতে পরিবর্তনের সরকার গড়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় l দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল কর্মীদের সামনে কংগ্রেস-বিজেপি বাদ দিয়ে এক নতুন ফেডারেল  ফ্রণ্ট গড়ার আহ্বান জানান তিনি ৷ 

 

এমন একটা সরকার গড়ার শপথ নিলেন যে সরকার হবে জনগণের l বললেন, বাংলাই ভারতকে পথ দেখাবে | প্রতি রাজ্যের উন্নয়নের জন্য দিল্লিতে পরিবর্তন দরকার| দেশের বিকল্প তৃণমূল কংগ্রেস |

 

পৌরসভা ও পঞ্চায়েত ভোটে অভাবিত সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস৷ জনগণকে কৃতজ্ঞতা জানাতেই বৃহস্পতিবার বিশাল ব্রিগেডের আয়োজন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা ভোটের বার্তা দেওয়ার পাশাপাশি ব্রিগেড মঞ্চ ছিল তাঁর দলের প্রতি জন সমর্থন যাচাইয়ের পরীক্ষা৷ 

 

বৃহস্পতিবার সকালে ট্রেন-বাস, রাস্তা সর্বত্রই ছিল ভিড়৷ ব্রিগেডে উপস্থিত সাহিত্যিক মহাশ্বেতা দেবী এ দিন বলেন, তিনি দিল্লির মসনদে মমতাকেই দেখতে চান৷ মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন অভিনেত্রী সন্ধ্যা রায়৷ তিনি বলেন, দ্বিতীয়বার ব্রিগেডে এলেন তিনি৷ 

 

এত লোক দেখে আপ্লুত৷ সেইসঙ্গে তিনি টলিউডের উন্নয়নে মুখ্যমন্ত্রীর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত টালিগঞ্জের সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা প্রশংসনীয়৷

 

জনগণের স্বার্থে, দুর্নীতিমুক্ত সরকার গড়তে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আসন্ন্ লোকসভা ভোটে এদিন তাঁদেরই জয়ী করার আহ্বান জানান৷বলেন, ''রাজ্যের প্রতিটি লোকসভা আসনে জিততে হবে | গড়ে তুলতে হবে আত্মবিশ্বাস।  

 

কংগ্রেস ও বিজেপির কড়া সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস দুই দলের সঙ্গে কোনওভাবেই সামঝোতার পথে হাঁটবে না৷ বরং দিল্লিতে ফেডারেল ফ্রণ্ট গড়ার ডাক দেন তিনি৷ বিভিন্ন্ আঞ্চলিক দল নিয়ে গড়ে উঠবে এই ফেডারেল ফ্রণ্ট৷ এই কাজ সফল করতে রাজ্যের বাইরেও প্রচার শুরু করবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷

 

এদিন ব্রিগেডে মন্ত্রীরা ছাড়াও ছিলেন একাধিক শিল্পী, পরিচালকরা৷ মুনমুন সেন, দেব, জুন মালিয়া, হরনাথ চক্রবর্তীসহ শিল্পীদের উপস্থিতিতে ব্রিগেড ছিল জমজমাট৷ মঞ্চে একসঙ্গে গান গেয়েছেন নচিকেতা ও ইন্দ্রনীল সেন৷ নৃত্য পরিবেশন করেছেন বিধায়ক শতাব্দী রায়৷ 

 

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।