ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লীতে রাজতন্ত্র চাই না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪
দিল্লীতে রাজতন্ত্র চাই না

কলকাতা: দিল্লীতে পরিবর্তনের ডাক দিয়ে কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায়।

গান্ধীজির ৬৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কলকাতার ব্রিগেডে সমাবেশে তিনি রাহুল গান্ধীর নাম উচ্চারণ না করে বলেন, গণতন্ত্র জনগণের জন্য।

তাই, দিল্লীতে আর রাজতন্ত্র চাই না।

তাছাড়া নাম না উল্লেখ করে বিজেপির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ত‍ারা ‘দাঙ্গার সরকার’। পাশাপাশি নরেন্দ্র মোদীকে তিনি ‘দাঙ্গার মুখ’ বলেও অভিহিত করেন।

সমাবেশে সিপিএমকেও একহাত নিতে ছাড়েননি মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিপিএম রাজ্যকে পিছিয়ে দিয়েছে। তাদের আমলেই শুরু হয়েছে চিট ফান্ড। যারা বহু মানুষকে প্রতারণা করেছে।

ব্রিগেডের এই সমাবেশ বিগত সব ইতিহাসকে ভেঙে দিয়েছে দাবি করে এখান থেকেই লোকসভার প্রচার‍াভিযান শুরুর ঘোষণা দেন তিনি।

সমর্থকদের উদ্দেশ্যে মমতা এ সময় বলেন, পশ্চিমবঙ্গের ৪২টি আসনেই তাদের জিততে হবে।

ব্রিগেড মঞ্চ থকে ‘ফেডারেল ফ্রন্ট’এর ডাক দিয়ে মমতা বলেন, কংগ্রেসের বিকল্প বিজেপি নয়। বরং গোটা ভারতে তৃণমূল কংগ্রেসই এর একমাত্র বিকল্প বলে তিনি দাবি করেন।

মমতা বলেন, শুধু পশ্চিমবঙ্গে নয়, তার দল মনিপুর, আসাম, ত্রিপুরা, উত্তর প্রদেশ, চেন্নাই, কেরালা, রাজস্থানেও ভোটে লড়বে।

সমাবেশে রাজ্যের মন্ত্রী, বিধায়ক ও তৃণমূল নেতাদের সঙ্গে ছিলেন চলচ্চিত্র, সঙ্গীতজগতের বিখ্যাতজনরাও।

ছিলেন বাংলা সিনেমার নায়ক দেব, রাহুল, সোহোম, অভিনেত্রী জুন মালিয়া, সন্ধ্যা রায়, সঙ্গীতশিল্পী দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, নচিকেতা, ইন্দ্রনীল সেন ,চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, সঙ্গীত পরিচালক জীৎ গাঙ্গুলী, লেখিকা মহাশ্বেতা দেবীসহ আরও অনেকে।

হাজির ছিলেন খাদ্য আন্দোলনে শহীদ নুরুল ইসলামের মা, নন্দীগ্রামের শহীদের পরিবারসহ সিঙ্গুরের আন্দোলনকারীরা।

সমাবেশে এক বক্তৃতায় লেখিকা মহাশ্বেতা দেবী বলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে দেখতে চান। বাংলা সিনেমার নায়ক দেব উপস্থিত জনগণকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।