ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা যাদুঘর ভারতের গর্ব: মনমোহন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৪
কলকাতা যাদুঘর ভারতের গর্ব: মনমোহন

কলকাতা: কলকাতা জাতীয় জাদুঘরের ২শ’ বছর পূর্তি অনুষ্ঠান রোববার উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এটি পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘরগুলির মধ্যে অন্যতম।

তিনি বলেন, এই যাদুঘর পৃথিবীর ঐতিহাসিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

বক্তব্যে তিনি, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে কলকাতা যাদুঘরের গুরুত্ব তুলে ধরে এর নতুন রূপদানের সঙ্গে জড়িতদের কাজের প্রশংসা করেন। তিনি বলেন, এই জাদুঘরকে নিয়ে প্রতিটি ভারতবাসীর গর্বিত হবার যথেষ্ট কারণ রয়েছে।

 

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ঐতিহ্য আমাদের ধাত্রী । জাদুঘর সেই কাজটিই করে। আর তাই গোটা বিশ্বের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য তিনি, পশ্চিমবঙ্গের গ্রামীণ জাদুঘরগুলো সংস্কারের প্রয়োজনের কথাও উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রাজ্যপাল কে আর নারায়ণ, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান মন্টেক সিং আলুয়ালিয়াসহ বিশিষ্ট ব্যক্তিরা। ২শ’ বছর পূর্তি উপলক্ষে কলকাতা জাতীয় জাদুঘরকে নব রূপদান করা হয়েছে। সংস্কারের পরে নতুন ভাবে সেজে উঠেছে জাদুঘর।

 

আগামী ৪ ফেব্রুয়ারি থেকে জাদুঘরটি জনসাধারণর জন্য খুলে দেওয়া হবে।

 

বাংলাদেশ সময়; ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।