ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নানা আঙ্গিক নিয়ে কলকাতা বই মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
নানা আঙ্গিক নিয়ে কলকাতা বই মেলা শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতাঃ মঙ্গলবার উদ্বোধন হল ৩৮তম কলকাতা বই মেলা। বই মেলার এবারের থিম ‘পেরু’।

গতানুগতিকতার বাইরে এবার বইমেলায় নানা নতুনত্ব বিষয় থাকছে।  

প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন পেরুর লেখক ইনস্ট্রেজা ক্লসেন এবং শ্রীমতী ফান্সেস্কো ডেনেগ্রি।

বইমেলায় আরও উপস্থিত ছিলেন সাহিত্যিক শঙ্কর মুখোপাধ্যায়, বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়, দমকলমন্ত্রী জাবেদ খান, বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনার আবিদা ইসলাম, শিল্পী যোগেন চৌধুরীসহ বিশিষ্ট জনেরা।

কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। কলকাতা বইমেলা প্রতিবছরের মত হাঁতুড়ির শব্দে উদ্বোধন হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও শ্রীমতী ফান্সেস্কো ডেনেগ্রি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক, কবি, সাহিত্যিক ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ।

লেখক শঙ্করকে তার সারাজীবনের কাজের জন্য এবং তরুণ কবি শ্রীজাতকে তার প্রতিভার জন্য বই মেলার তরফে বিশেষ সম্মান জানানোর কথা ঘোষণা করা হয়।

লিটিল ম্যাগাজিন ‘রক্তকরবী’  পাচ্ছে বিশেষ পুরস্কার।

অ্যাডামস বিদ্যালয়ের শিশুদের বাদ্যযন্ত্রের মূর্ছনায় মেলা শুরু হয়। এ বছর বই মেলার ‘থিম সঙ’টি বানিয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ।

এবারের বই মেলায় প্রধান তোরণ গুলির নামকরণ করা হয়েছে যথাক্রমে পেরুর প্রাচীন সভ্যতার তোরণ, প্রিন্সেপ তোরণ, পশ্চিমবঙ্গ তোরণ এবং হেমেন্দ্র কুমার রায় ১২৫ তোরণ।

কলকাতা বই মেলা প্রাঙ্গণে থাকছে ৫ টি অস্থায়ী প্রেক্ষাগৃহ। কমল কুমার মজুমদার, নাট্যাচার শিশির কুমার ভাদুড়ি, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, রামতনু লাহিড়ী এবং প্যারিচাঁদ মিত্রের নামে এই প্রেক্ষাগৃহ গুলির নাম করণ করা হয়েছে।

বই মেলার ভেতরের রাস্তা গুলির নামকরণ করা হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজ, শৈবাল মিত্র, ঋতুপর্ণ ঘোষ প্রমুখের নামে।

এ বছর কলকাতা বই মেলায় প্রতিদিন প্রকাশিত হবে বিশেষ বুলেটিন ‘পুস্তক মেলা’।

এবারের কলকাতা বই মেলায় বিশেষ আকর্ষণ “বইয়ের যাদুঘর”। যেখানে থাকবে মানুষের লেখা শেখার ইতিহাস থেকে বই ছাপার ইতিহাস পর্যন্ত।

এ বছর প্রথম থাকছে সমস্ত ভারতীয় ভাষার বই নিয়ে একটি বিশেষ প্যাভিলিয়ন,”ভাষা বন্ধন”।

সদ্য প্রয়াত মহা নায়িকাকে স্মরণ করে একটি বিশেষ প্যাভিলিয়ন থাকছে মেলার কেন্দ্র স্থলে। এখানে প্রদর্শিত হচ্ছে দুর্লভ সব ছবি।

বই মেলায় প্রতি বছরের মত এবার ছোটদের জন্য থাকছে একটি বিশেষ প্যাভিলিয়ন। যেখানে থাকবে শুধু ছোটদের বই।

এবারের বই মেলায় বিশেষ ভাবে তৈরি হয়েছে পাঠক লেখকদের জন্য একটি বিশেষ বৈঠকি আড্ডার জায়গা। যেখানে লেখকরা আড্ডা মারবেন পাঠকদের সঙ্গে।

এই বই মেলায় প্রথম শুরু হচ্ছে তিনদিনের ‘কলকাতা ভাষা, সাহিত্য উৎসব’ “ক”। আগামী ৭ তারিখ থেকে শুরু হবে “ক”।

এ বছর দেশ বিদেশের বিভিন্ন প্রকাশনী সংস্থার সঙ্গে প্রথম হাজির হচ্ছে সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ার প্রকাশকরাও।

বুধবার থেকে সর্বসাধারণের জন্য খুলে যাবে কলকাতা বই মেলা। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
 
বাংলাদেশ সময়: ২১৫১  ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।