ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের প্রজাতন্ত্র দিবসে আগরতলায় কালো পতাকা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
ভারতের প্রজাতন্ত্র দিবসে আগরতলায় কালো পতাকা ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ

আগরতলা (ত্রিপুরা) : তেলিয়ামুড়ার তুইসিন্দ্রাইবাড়িতে কালো পতাকা উড়েছে। সকালে উড়ালেও পরে পুলিশ এসে পতাকাগুলো ‍নামিয়ে ফেলে।



রোববার ছিল ভারতের প্রজাতন্ত্র দিবস। এদিন সকালে তুইসিন্দ্রাইবাড়ির লোকজন সকালে উঠে দেখতে পান তাদের এলাকায় উড়ছে চারটি কালো পতাকা। তারা খবর দেন পুলিশে। পুলিশে এসে ঘটনার তদন্ত শুরু করে।

অনেকে মনে করছেন ঘটনার সঙ্গে জড়িত রয়েছে ‘সন্ত্রাসবাদীরা’। এক সময় তেলিয়ামুড়ার বিস্তীর্ণ এলাকা ছিল সন্ত্রাসবাদীদের নিরাপদ বিচরণ ক্ষেত্র।  

ওই পতাকাগুলোর সঙ্গে ছিল চাঁদার নোটিশও। এলাকার চার রাবার চাষির নামে চাদার নোটিশও দেয়া হয়। কিন্তু চাঁদার নোটিশে কোনো গোষ্ঠীর নাম ছিল না। সাদা কাগজের ওই নোটিশে ৩০ জানুয়ারির মধ্যে ৬০ হাজার টাকা করে দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় এক এলাকাবাসী জানিয়েছেন, কয়েকদিন আগে তারা এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখেন। তা জানানো হয়েছিল এলাকার লোকজনদের।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।