ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভোটের ক্ষেত্রে দেশসেরা ত্রিপুরা, মিলছে পুরষ্কার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪
ভোটের ক্ষেত্রে দেশসেরা ত্রিপুরা, মিলছে পুরষ্কার

আগরতলা (ত্রিপুরা) : শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করার জন্য দেশ সেরার পুরস্কার পাচ্ছে ত্রিপুরা। ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস।

এই দিন ত্রিপুরার মুকুটে যুক্ত হতে যাচ্ছে নতুন এ পালক।

ত্রিপুরার হয়ে এই পুরস্কার গ্রহণ করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আশুতোষ জিন্দাল। সম্প্রতি হয়ে যাওয়া বাংলাদেশের সাধারণ নির্বাচনে ভারত থেকে যে পর্যবেক্ষক টিম বাংলাদেশে গিয়েছিল সেই দলের প্রধান ছিলেন আশুতোষ জিন্দাল।

উন্নয়নের কাজের নিরিখে এখন পর্যন্ত ত্রিপুরা ২৬ থেকে ২৭টি জাতীয় স্তরের পুরস্কার পেয়েছে। কিন্তু এখন যে পুরস্কারটি রাজ্য পেতে চলেছে তা সবার মধ্যে আলাদা। ২০১৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হয়। বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোট পড়ে প্রায় ৯৪ শতাংশ। যা ভারতের আজ পর্যন্ত ইতিহাসে একটি রেকর্ড।

দেশ স্বাধীন হবার পর কোনো নির্বাচনে এত বিপুল সংখ্যক মানুষ ভোট দেয় নি। তাছাড়া ২০১৩ সালের ত্রিপুরার নির্বাচন আরও একটি দিকে গুরুত্বপূর্ণ। তা হল এই নির্বাচনেই প্রথম দেশের মধ্যে নারীদের ভোটের হার পুরুষদের তুলনায় বেশি ছিল। নারীরা ভোট দিয়েছিলেন পুরুষদের তুলনায় প্রায় ২.১৩ শতাংশ বেশি।

শান্তিপূর্ণ ও অবাধ পরিবেশে ১০০শতাংশ ভোট পড়েছে। ছবিসহ পরিচয়পত্র নিয়ে ভোট দিয়েছেন রাজ্যের ভোটারা।
এসব কিছুর ওপর ভিত্তি করে ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্যের পুরস্কার দিতে যাচ্ছে ভারতের নির্বাচন কমিশন।

বলা যায়, ভারতীয় গণতন্ত্রে এক অনন্য নজির স্থাপন করে ভারত সেরা হতে যাচ্ছে ত্রিপুরা।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।