ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারা দেশে উদযাপন হচ্ছে নেতাজির ১১৮তম জন্মদিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪
সারা দেশে উদযাপন হচ্ছে নেতাজির ১১৮তম জন্মদিন

কলকাতা: নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১১৮তম জন্মদিন পালিত হচ্ছে ভারতের প্রতিটি রাজ্যে।

দিনটি উপলক্ষ্যে কলকাতার রেড রোডে রাজ্য সরকারের তরফ থেকে নেতাজি মূর্তিতে মাল্যদান করা হয়।

আয়োজন করা হয়ে এক বিচিত্রা অনুষ্ঠানের।

কলকাতার শরৎ বোস রোডে নেতাজি বাসভবনে আরও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। হাজির ছিলেন রাজ্যপাল আর কে নারায়ণন।

এদিকে নেতাজির জন্মদিন উপলক্ষে নেতাজির বাসভবনে অবস্থিত  মিউজিয়ামটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।

অপর দিকে দার্জিলিঙে এই প্রথম সরকারি উদ্যোগে পালিত হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন। এ উপলক্ষে দার্জিলিঙের ম্যালে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি মূর্তিতে মাল্যদান করেন। নেতাজির জন্ম সময় দুপুর ১২.১৫ তে বাজানো হয়  সাইরেন। হাজির ছিলেন গোর্খা নেতা এবং জিটিএ প্রধান বিমল গুরুং, রাজ্যের মুখ্য সচিব সঞ্জয় মিত্র প্রমুখ।

এছাড়াও হাজির ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা দেব, অভিনেত্রী সায়ন্তিকা, কলকাতার শেরিফ অভিনেতা রঞ্জিত মল্লিক, অভিনেতা দীপঙ্কর দে, অভিনেতা মনোজ মিত্র কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, চিত্র শিল্পী সুভাপ্রসন্ন ও সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন সহ রুপালি জগতের আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।