ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় এশিয়ার সবচেয়ে বড় পানি শোধনাগার স্থাপন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
ত্রিপুরায় এশিয়ার সবচেয়ে বড় পানি শোধনাগার স্থাপন

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় উদ্বোধন করা হয়েছে এশিয়ার সবচেয়ে বড় ফানেল আকারের পানি শোধনাগার।

মঙ্গলবার বিকেলে রাজ্যের রাজধানী আগরতলায় এ পানি শোধনাগারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।



দৈনিক চার লাখ গ্যালন ক্ষমতা সম্পন্ন এই পানি শোধনাগার থেকে রাজধানীর দশ হাজার মানুষ পানি পাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

বুধবার থেকেই পাইপ লাইনের মাধ্যমে আগরতলা পৌর এলাকার ৬টি ওয়ার্ডে সম্পূর্ণভাবে এবং আংশিকভাবে আরও কয়েকটি ওয়ার্ডে এ সেবা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন আগরতলা পৌরসভার চেয়ারপারসন প্রফুল্লজিত সিনহা।

পানি শোধনাগার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী পানি অপচয় না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে তিনি শহরে পাইপ লাইনের পানির উপর মিটার বসানোর সিদ্ধান্তের কথাও জানান। যার অর্থ দাঁড়ায় এখন থেকে পানির উপরও কর বসানো হবে।
 
পরিশোধিত পানীয় জল সরবরাহে রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের খরা আক্রান্ত এলাকাগুলো চিহ্নিত করে পানি পৌঁছানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফানেল আকৃতির এ পানি শোধনাগারটি মাটি থেকে ৩৪ মিটার উঁচুতে অবস্থিত।  

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: জাকারিয়া খান ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।