চট্টগ্রাম: জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, জেলা ভিত্তিক কার্যক্রমগুলো মন্ত্রী পরিষদ বিভাগ থেতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলার সার্বিক উন্নয়নে আমরা সবাই মিলে সমন্বিতভাবে কাজ করবো।
রোববার (১৬ মার্চ) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রতি বছর রমজানে কিছু কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের মূল্য বৃদ্ধি পায়। জেলা ও উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের যৌথ বিশেষ অভিযান অব্যাহত থাকায় পবিত্র এ রমজানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রয়েছে। মহানগরের বিভিন্ন বাজারে প্রতিদিন ৪টি করে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। ফলে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট পালিয়েছে। বাজার নিয়ন্ত্রণে আমরা ৪০০টি মোবাইল কোর্ট পরিচালনা করবো।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলো পাইকারি ও খুচরা বাজারে একযোগে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।
জেলা প্রশাসক বলেন, পবিত্র ঈদের কেনা-কাটা, বাসা-বাড়ির নিরাপত্তা ও ঈদযাত্র নির্বিঘ্নে করতে সড়কে যানজট নিরসনসহ সার্বিক ব্যবস্থা নিশ্চিতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সড়কে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও সময়োপযোগী করা হবে। যে কোনো ঝুঁকি মোকাবিলায় আমরা প্রস্তুত।
জাকাত প্রসঙ্গে ডিসি বলেন, জাকাত আদায়ে চট্টগ্রাম জেলা এগিয়ে আছে। পবিত্র ঈদ-উল ফিতরের আগে এ রমজানেই নির্দিষ্ট তারিখ নির্ধারণ করেই খোলা জায়গায় জাকাত প্রদান করা হবে।
এ সময় জেলা-উপজেলার প্রত্যেক মডেল মসজিদ চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপপরিচালক মোহাম্মদ আবদুচ ছোবহান, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলার উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ, সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বাবুল চন্দ্র বণিক, জেলা আনসার কমান্ড্যান্ট মো. আবু সোলায়মান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী (ফটিকছড়ি), মো. ফখরুল ইসলাম (সীতাকুন্ড), মাহফুজা জেরিন (মীরসরাই), এবিএম মশিউজ্জামান (হাটহাজারী), মো. রাজীব হোসেন (চন্দনাইশ), ইনামুল হাছান (লোহাগাড়া), মাসুমা জান্নাত (কর্ণফুলী), তাহমিনা আকতার (আনোয়ারা), জিসান বিন মাজেদ (রাউজান), মাহমুদুল হাসান (রাঙ্গুনিয়া), রিগ্যান চাকমা (সন্দ্বীপ) ও মোহাম্মদ রহমত উল্লাহ (বোয়ালখালী) উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
বিই/পিডি/টিসি