ঢাকা, রবিবার, ২ চৈত্র ১৪৩১, ১৬ মার্চ ২০২৫, ১৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গ্যালেরিয়ায় চট্টগ্রাম রামাদান মজলিশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
গ্যালেরিয়ায় চট্টগ্রাম রামাদান মজলিশ ...

চট্টগ্রাম: পবিত্র রমজান মাসে ক্রিয়েটিভ হাউস আয়োজন করছে চট্টগ্রাম রামাদান মজলিশ-২০২৫। জনপ্রিয় রেস্টুরেন্ট, ফ্যাশন হাউজ, জুয়েলারি ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ব্যতিক্রমী মজলিশ।

১৯, ২০ ও ২১ মার্চ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত নগরের ফয়’স লেক রোডে অবস্থিত গ্যালেরিয়া-ইউর সেকেন্ড হোমের অ্যাম্বিয়েন্স হলে ৩০টিরও বেশি স্টলে থাকবে ইফতার ও সেহরির আয়োজন, ট্রেন্ডি ফ্যাশন আইটেম, জুয়েলারি ও অন্যান্য লাইফস্টাইল পণ্য। এক ছাদের নিচে উৎসবমুখর পরিবেশ উপভোগের সুযোগ পাবেন অতিথিরা।

অ্যাম্বিয়েন্স হলে ফুড স্টলগুলোর পাশাপাশি থাকছে গ্র্যান্ড ডাইনিং হল, যেখানে পারিবারিক পরিবেশে ইফতার ও সেহরি’র আয়োজন করতে পারবেন সকলে।

আয়োজক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ হাউজ জানিয়েছে, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো চট্টগ্রামের উদ্যোক্তা ও ভোক্তা কমিউনিটির মাঝে একটি সৌহার্দপূর্ণ বন্ধন রচনা করা।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫ 
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।