চট্টগ্রাম: পটিয়ায় তিন মাস বয়সী এক কন্যা শিশু ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর করে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে পটিয়া পৌরসভার বেসরকারি শেভরন ডায়াগনস্টিক হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মারা যাওয়া ওই শিশুর নাম নুর আফসা (৩)। সে আয়াপটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের সাকিব আল হাসানের মেয়ে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুন নুর জানান, আজ (শুক্রবার) সকালে নিউমোনিয়ায় আক্রান্ত তিন বছর বয়সী ওই শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এজন্য শিশুটির পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে। এসময় উত্তেজিত হয়ে শিশুটির স্বজনরা হাসপাতালে ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
পিডি/টিসি